• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাঠেই নামাজ পড়লেন ক্রিকেটার, পাচ্ছেন প্রশংসা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৪:৪০ পিএম
মাঠেই নামাজ পড়লেন ক্রিকেটার, পাচ্ছেন প্রশংসা

ছবি : ইন্টারনেট

ঢাকা : তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-২০ রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার (১৩ ফেব্রুয়ারি) মাঠে নেমেছিল পাকিস্তান। এ ম্যাচ চলাকালীন সময়ে মাঠেই নামাজ পড়ে আলোচনায় উঠে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের ইনিংস চলাকালে মাগরিবের নামাজের সময় হয়। 

তখন পাকিস্তানের ইনিংসের ১০ ওভার শেষ। ফলে পানি পানের বিরতি ডাকেন আম্পায়াররা। অন্য সব খেলোয়াড় পানি পানে ব্যস্ত থাকলেও এই সময় কাজে লাগিয়ে মাঠেই নামাজ আদায় করেন রিজওয়ান। যা সবজায়গায় প্রশংসা আদায় করে নিয়েছে।

এ ম্যাচে ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন রিজওয়ান। মূলত তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান সংগ্রহ করে পাকিস্তান। তবে ম্যাচটি ৬ উইকেটে হেরে যায় তারা।

প্রোটিয়াদের এ জয়ের ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-২০ আজ অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!