• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা তিন পরাজয় হায়দ্রাবাদের


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৮, ২০২১, ০৯:৫৩ এএম
টানা তিন পরাজয় হায়দ্রাবাদের

ছবি : ইন্টারনেট

ঢাকা : আইপিএলের ১৪তম আসরে নিজেদের জয়ের ভালো সুযোগ থাকা সত্ত্বেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরজয় দেখলো সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে আরেকটি চমক দেখিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচ হেরেই পরপর দুটি জয় তুলে নিল দলটি। এতে চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক অসম্ভবের কিছু না।

শনিবার (১৭ এপ্রিল) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারিয়েছে রোহিতের মুম্বাই। ট্রেন্ট বোল্ট-রাহুল চাহারের দুর্দান্ত বোলিংয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল দলটি।

চেন্নাইয়ের মাটিতে হায়দরাবাদের দুঃসময়ের ব্যাপ্তি বাড়ল আরো এক ম্যাচ। সব মিলিয়ে এখানে ছয় ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি দলটি। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। 

ম্যাচে টস জিতে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান করে মুম্বাই। টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৩৭ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। ১৩ রানে জিতে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল।

অথচ ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। দেখেশুনে খেলে প্রথম দুই ওভারে ৫ রান নেয় হায়দরাবাদ। তবে পরের ৪ ওভারে বেয়ারস্টো ঝড়ে আসে ৫২ রান। অর্থাৎ পাওয়ার প্লে'তে হায়দরাবাদ পেয়ে যায় বিনা উইকেটে ৫৭ রান।

অধিনায়ক ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে রেখে যেন দর্শকের ভূমিকায় দেখছিলেন বেয়ারস্টোর তাণ্ডব। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম চার বলেই ২০ রান নিয়ে নেন বেয়ারস্টো। অ্যাডাম মিলনের করা পরের ওভারে এক চার ও দুই ছয়ে আসে ১৯ রান।

পেসাররা সুবিধা করতে পারেননি দেখে পঞ্চম ওভারে স্পিন আনেন রোহিত শর্মা। কিন্তু ক্রুনাল পান্ডিয়ার করা প্রথম ওভারেই ১৩ রান নিয়ে নেন বেয়ারস্টো-ওয়ার্নার। তবে ষষ্ঠ ওভারে দুই রান খরচা করে খানিক লাগাম টানেন জাসপ্রিত বুমরাহ। তার প্রথম দুই ওভারে ৫ রানের বেশি পায়নি হায়দরাবাদ।

শেষ পর্যন্ত ১৯ ওভার ৪ বলে ১৩৭ রান করে সবকটি উইকেট হারিয়ে ফেলে ওয়ার্নারের দল। মুম্বাইয়ের হয়ে ৩ ওভার ৪ বলে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন বোল্ট। আর রাহুল চাহার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। এ দুজনই মূলত হায়দরাবাদকে গুঁড়িয়ে দেন।

আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো আসরের প্রথম তিন ম্যাচেই হারল হায়দরাবাদ। স্বাভাবিকভাবেই টেবিলের তলানিতে রয়েছে তারা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!