• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কঠিন হলো সাকিবের ফেরা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২১, ০২:০৪ এএম
কঠিন হলো সাকিবের ফেরা

ঢাকা : তিন ম্যাচে জুতসই পারফরম করতে না পেরে কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে বাদ পড়েছিলেন সাকিব আল হাসান। তার জায়গা যিনি নিয়েছেন সেই সুনীল নারাইন প্রথম দুই ম্যাচে সাদামাটা থাকলেও পরের দুই ম্যাচে দারুণ বল করে আলো কেড়েছেন। ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিং দিয়ে আপাতত একাদশে জায়গা নিশ্চিত করে রেখেছেন নারাইন। এতে সাকিবের ফেরা হয়ে গেল কঠিন। সোমবার আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে দেয় কলকাতা। পাঞ্জাবকে ১২৩ রানে আটকে রাখতে অগ্রণী ভূমিকায় ছিলেন নারাইন। ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে নেন ২ উইকেট। এর আগের ম্যাচেও ৪ ওভারে দেন মাত্র ২০ রান।

রান তাড়ায় ১৭ রানে ৩ উইকেট হারালেও রাহুল ত্রিপাঠি আর অধিনায়ক ওয়েন মরগানের দুই ইনিংসে তীরে তরি ভিড়েছে তাদের। ২০  বল হাতে রেখে কলকাতা ম্যাচ জিতেছে। দলের জয়ে ৪০ বলে ৪৭ করে অপরাজিত ছিলেন মরগান, ত্রিপাঠি করেন ৩২ বলে ৪১ রান। ৬ ম্যাচে কলকাতার এটি মাত্র দ্বিতীয় জয়।

১২৪ রান তাড়ায় নীতিশ রানাকে প্রথম ওভারেই হারায় কলকাতা, দ্বিতীয় ওভারে ফিরে যান শুভমান গিল। চারে নেমেছিলেন নারাইন। বোলিংয়ে দারুণ করলেও ব্যাট হাতে থাকেন আরেকবার নিষ্প্রভ। মুখোমুখি চতুর্থ বলে আর্শ্বদ্বীপকে ছক্কা মারতে গিয়েছিলেন। বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্ষিপ্রতায় তার ক্যাচ জমান রবি বিষ্ণই।

এরপর মরগানের সঙ্গে আসে ত্রিপাঠির ম্যাচ জেতানো ৬৭ রানের জুটি। ৩২ বলে ৪১ করে দীপক হুডার শিকার হন ত্রিপাঠি। এরপর আন্দ্রে রাসেল ৯ বলে ১০ করে ফিরে গেলে দীনেশ কার্তিককে নিয়ে অনায়াসে বাকি কাজ সারেন মরগান।

এর আগে পাঞ্জাবের ইনিংসে জুতসই শুরু এনেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল। রাহুল ছিলেন কিছুটা মন্থর। থিতু হয়ে আর পোষানোর সুযোগ মেলেনি। দলের ৩৬ রানে তার উইকেট তুলেন প্যান্ট কামিন্স। হুডাকে ফিরিয়ে দেন প্রসিধ কৃষ্ণ।

পাঞ্জাবের ইনিংসে সবচেয়ে বড় আঘাত হানেন নারাইন। মন্থর উইকেটে থিতু আগারওয়াল আর মোসেজ হেনরিকসকে পরপর তুলে নেন তিনি। তার বল থেকে রান বের করাও হচ্ছিল কঠিন। পেসার শিভম মাবিও ছিলেন ভীষণ কার্যকর। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে পান ১ উইকেট, ২৪ রানে ১ উইকেট নেন আরেক স্পিনার বরুণ চক্রবর্তী। ৩০ রানে ৩ উইকেট পান পেসার কৃষ্ণ। এক পর্যায়ে ৯৮ রানে ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়া পাঞ্জাব  শেষ পর্যন্ত ক্রিস জর্ডানের ১৮ বলে ৩০ রানে কিছুটা লড়াইয়ের পুঁজি পায়। যদিও পরে তা কলকাতার কাছে হয়েছে মামুলি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!