ফাইল ছবি
ঢাকা : মহামারি করোনায় টালমাটাল পুরো বিশ্ব। তবে এখন অন্যান্য দেশের তুলনাই বেশি বিপর্যস্ত ভারত। যেকারণে দেশটিতে চলা আইপিএল স্থগিত করেছে কর্তপক্ষ।
এদিকে দেশটিতে করোনা কেড়ে নিল আরও এক ক্রীড়াবিদের প্রাণ। অতিমহামারিতে দিশেহারা ভারত হারাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ক্রিকেটারকে। করোনায় আক্রান্ত হয়ে বুধবার (৫ মে) জয়পুরে মারা গেলেন রাজস্থানের ৩৬ বছর বয়সী ক্রিকেটার বিবেক যাদব।
তার মৃত্যুর খবরটি দিলেন রাজস্থানের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি। জানালেন বিবেক লিভার ক্যান্সারেও আক্রান্ত ছিলেন, ‘দু বছর আগে লিভার ক্যান্সার ধরা পড়ে ওর। কিন্তু সেই ধাক্কা সামলে সেরে উঠছিল। কিছুদিন আগে ও কেমোথেরাপির জন্য হাসপাতালে গিয়েছিল, সেই সময়টাতেই ওর করোনা ধরা পড়ে। তারপরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।’
ভারতীয় জাতীয় দলে অবশ্য খেলা হয়নি বিবেকের। ২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ২০১০-১১ মৌসুমে রঞ্জির ফাইনালে বরোদার বিপক্ষে রাজস্থানের হয়ে নেন চার উইকেট। দলকে জেতান রঞ্জি ট্রফি। ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ‘এ’ দলের ৮টি ম্যাচ।
২০১২ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলে ছিলেন এই লেগ স্পিন অলরাউন্ডার। লিভার ক্যান্সারের কারণে অবশ্য ক্যারিয়ারটা আচমকাই শেষ হয়ে যায় তার। এবার তো চলেই গেলেন চিরতরে, না ফেরার দেশে!
সোনালীনিউজ/এমএএইচ







































