• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাইলেও সাকিবকে পিএসএলে পাচ্ছে না লাহোর


ক্রীড়া ডেস্ক মে ১২, ২০২১, ০৮:৪৭ এএম
চাইলেও সাকিবকে পিএসএলে পাচ্ছে না লাহোর

ঢাকা : করোনা মহামারীর কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ আগামী জুনের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আগের খেলোয়াড়দের না পাওয়ায় বিভিন্ন দলে পরবর্তীতে ডাকা হয়েছে নতুন খেলোয়াড়দের। সেই সুবাদে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে লাহোর কালান্দার্স দলে নিয়েছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে আগেই স্পষ্টভাবে জানিয়েছে, সেই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগেই খেলতে আগ্রহী এই বাঁহাতি, পিএসএলে যাবেননা তিনি।  

চলতি মাসের ২৯ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সর্বশেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মে থেকেই শুরু হবে ডিপিএল। এই টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য আগ্রহী সাকিবের সম্মতিক্রমে তাকে দলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

অবশ্য প্রতি বছর ডিপিএল ওয়ানডে ফরম্যাটে হলেও এবার পালটে গেছে ধরণ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে ডিপিএল। তবে ২০২০ সালের ১২টি দলই একই স্কোয়াড নিয়ে মাঠে নামবে। কিন্তু গত বছর সাকিব আল হাসান ছিলেন ক্রিকেট নিষেধাজ্ঞায়। ফলে  তাকে নিতে পারেনি কোনো দলই। এবার সেই বাধা না থাকায় বিসিবিকে জানিয়েই সাকিবকে দলে নিতে চাইছে মোহামেডান।

অবশ্য সাকিব ছাড়াও পিএসএলের নিয়মিত মুখ তামিম ইকবালও এবার বেঁকে বসেছেন। আগেই জানিয়েছিলেন, ডিপিএলে খেলবেন তিনি। তাই তাকে নেয়নি পিএসএলের কোনো দল। এবার সাকিব দল পেয়েও বেছে নিলেন ডিপিএলকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!