• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জিম্বাবুয়ের উদ্দেশে ভোরে ঢাকা ছাড়ছে মুমিনুলরা


ক্রীড়া ডেস্ক জুন ২৮, ২০২১, ০৩:৫৯ পিএম
জিম্বাবুয়ের উদ্দেশে ভোরে ঢাকা ছাড়ছে মুমিনুলরা

ফাইল ছবি

ঢাকা : এক টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ের যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম দফায় টেস্ট স্কোয়াডে থাকাদের নিয়ে মঙ্গলবার (২৯ জুন) ভোরে ঢাকা ছাড়ছে ক্রিকেটাররা। ৪টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটার। সঙ্গে থাকছে কোচিং স্টাফরাও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, মধ্যরাত থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটাররা প্রবেশ করা শুরু করবে।

প্রাথমিকভাবে ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করলেও শনিবার মাহমুদউল্লাহ রিয়াদের নাম অন্তর্ভুক্ত করা হয়। জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পৌঁছে কোনও কোয়ারেন্টিন করতে হচ্ছে না মুমিনুল হক নেতৃত্বাধীন দলটির। করোনা সনদ দেখিয়ে পর দিনই অনুশীলন করতে পারবে সফরকারীরা। ৩ ও ৪ জুলাই টাইগাররা দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। ৭ জুলাই শুরু হবে সফরের একমাত্র টেস্ট।

১৬, ১৮ ও ২০ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে ৯ জুলাই ঢাকা ত্যাগ করবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। ২৩, ২৫ ও ২৭ জুলাই টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!