• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আসছে দাদার বায়োপিক, অভিনেতাও চূড়ান্ত!


বিনোদন ডেস্ক: জুলাই ১৩, ২০২১, ০৬:১৪ পিএম
আসছে দাদার বায়োপিক, অভিনেতাও চূড়ান্ত!

ঢাকা: এখন পর্যন্ত অসংখ্য সফল ও জনপ্রিয় ব্যক্তিদের বায়োপিক দেখা গেলেও দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি যেন সেক্ষেত্রে ব্যতিক্রম। ভারতের সাবেক এই অধিনায়কের বায়োপিক হবে না তা কি করে হয়। অবশেষে আসছে দাদার বায়োপিক। ভারতীয় গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন দাদা নিজেই।

ছবিটির বাজেট ধরা হয়েছে ২০০ থেকে ২৫০ কোটি। সৌরভ অনুমতিও দিয়ে দিয়েছেন। জানা গেছে, বায়োপিকের কাজও এগিয়েছে বেশ।

একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে হ্যাঁ বলেছি। হিন্দি ভাষায় হবে ছবিটি। তবে এখনই পরিচালকের নাম বলা সম্ভব নয়। সব ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।’ছবিটির একটি সূত্র জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সৌরভের বেশ কয়েকটি মিটিং হয়েছে। ইতিমধ্যে স্ক্রিপ্ট লেখার কাজও কিছুটা এগিয়েছে।

এও জানা গেছে, বাস্তবের সৌরভকে রুপালি পর্দায় ফুটিয়ে তুলতে পারেন অভিনেতা রণবীর কাপুর। সৌরভের চরিত্রে নাকি রণবীর কাপুরের নাম প্রায় চূড়ান্ত।

তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তালিকায় আছে আরও দুজনের নাম, তবে তাদের নাম জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সৌরভের জীবন তুলে ধরা হতে পারে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!