• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টোকিও অলিম্পিকে যেসব তারকাদের মিস করবে বিশ্ব


ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০২১, ০৭:২৭ পিএম
টোকিও অলিম্পিকে যেসব তারকাদের মিস করবে বিশ্ব

ঢাকা: করোনাভাইরাস মহামারীতে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক শুরু হবে আগামী ২৩ জুলাই। এর আগে প্রতিযোগিতাটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, ডমিনিক টিম, সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ ও বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। কোভিড পজিটিভি হওয়ায় খেলতে পারবেন না ব্রিটেনের ড্যান ইভান্স ও ইয়োহানা কন্তা।

এবারের আসরে এসব অলিম্পিক তারকাদের দেখবে না বিশ্ব। যাদের না থাকা অলিম্পিকের জন্য একপ্রকার শূন্যতা। করোনা ভাইরাস, ইনজুরি, কোয়ালিফাইসহ বিভিন্ন কারণেই এবারের অলিম্পিক আসরে দেখা মিলবে না এসব তারকাদের। 

বিশেষ করে অলিম্পিকে তারকাশূণ্য হয়ে থাকবে টেনিস। নাম প্রত্যাহার করেছেন চার অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। খেলছেন না দুই স্বর্ণজয়ী স্পেনের রাফায়েল নাদালও। নাম প্রত্যাহার করেছেন বিয়ানকা আন্দ্রেসকো, জোহানা কন্তা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, অ্যাঞ্জেলিক কেরবার ও নিক কিরগিওসের মতো তারকারা।

ইনজুরির কারণে অংশ নিচ্ছেন না রজার ফেদেরার। হাটুর ইনজুরিতে ভুগছেন এ সুইস তারকা। এছাড়াও খেলতে পারছেন না ডমিনিক থিম, সিমোনা হালেপ, স্ট্যান ওয়ারিঙ্কা ও মনিকা পুইগ। এছাড়া অ্যাথলেটিক্সে মো. ফারাহ, জাস্টিন গ্যাটলিন, সেরেনা উইলিয়ামসদের ছাড়াই হচ্ছে এবারের আসর।

ভারতের অভিনব বিন্দ্রা ২০০৮ আসরে শ্যুটিংয়ে স্বর্ণ জিতে হইচই ফেলে দিয়েছিলেন। রিওতে ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হয়ে বিদায় বলে দেয়া এ শ্যুটারকেও মিস করবে টোকিও অলিম্পিক। টোকিও পাচ্ছেনা বেশ কয়েকজন ফুটবল তারকাকেও। এর মধ্যে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, মিসরের মোহামেদ সালাহ, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেরা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোয়ালিফাই করতে পারেননি ৪ অলিম্পিকজয়ী বৃটিশ অ্যাথেলেট মো. ফারাহ। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!