• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনলাইনে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখবেন যেভাবে


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২১, ০৭:৩৮ পিএম
অনলাইনে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখবেন যেভাবে

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। আজ তাই বাংলাদেশ সময় রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব। 

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ সাও পাওলোর করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের এ জমজমাট ম্যাচটি। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারবেন না তারকা ডিফেন্ডার মার্কুইনহোস। এর আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা ১১ ফুটবলার অ্যালিসন বেকার, এডারসন মোরায়েস, থিয়াগো সিলভা, ফাবিনহো, ফ্রেড, রাফিনহা, ফিরমিনো, হেসুস, রিচার্লিসন, ম্যালকম ও ক্লাউদিনহোকে হারিয়েছে ব্রাজিল।

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে যেই একাদশ নিয়ে খেলেছিল ব্রাজিল, সেই দলের মাত্র চারজনকে এই ম্যাচে পাচ্ছে সেলেসাওরা। তারা হলেন দানিলো, ক্যাসেমিরো, পাকুয়েতা এবং নেইমার।

যদিও বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে ব্রাজিল। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টিই জিতেছে তারা। যার সুবাদে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে সেলেসাওরা। এই সাত ম্যাচে ১৭ গোলের বিপরীতে তারা হজম করেছে মাত্র দুইটি।

ব্রাজিলের মতো সব ম্যাচ জেতেনি আর্জেন্টিনা। তবে তারা কোনো ম্যাচ আবার পরাজিতও হয়নি। এখনও পর্যন্ত সাত ম্যাচে ৪ জয় ও ৩ ড্র করেছে তারা, ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুই নম্বরে। এই সাত ম্যাচে ১২ গোল করলেও, বিপরীতে ৬টি হজম করতে হয়েছে আলবিসেলেস্তেদের।

ব্রাজিল আর্জেন্টিনার এই লড়াই অনলাইনে যেভাবে দেখবেন-
টিভিতে দেখবেন যে চ্যানেলে- ভারত উপমহাদেশীয় অঞ্চলে কোনো টিভিতে সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ। ফলে অনলাইনই এই ম্যাচ দেখার একমাত্র ভরসা।
অনলাইনে দেখবেন যেভাবে- লিঙ্কে ঢুকতে ক্লিক করবেন এখানে. টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে এই লড়াই।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!