• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিরিজ হেরে বাংলাদেশকে নিয়ে ল্যাথামের প্রতিক্রিয়া 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২১, ০৮:৫০ পিএম
সিরিজ হেরে বাংলাদেশকে নিয়ে ল্যাথামের প্রতিক্রিয়া 

ঢাকা: অস্ট্রেলিয়ার মতো নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে জমে ওঠে লড়াই।

বাংলাদেশ শেষ পর্যন্ত জিতে নেয় সেই ম্যাচও, তবে নিউ জিল্যান্ড লড়াই করে শেষ বল পর্যন্ত। তৃতীয় ম্যাচে কিউইরা এগিয়ে যায় আরেকধাপ। বাংলাদেশকে একরকম বিধ্বস্ত করে তারা জিইয়ে রাখে সিরিজের উত্তেজনা। চতুর্থ ম্যাচটি জিতে সমতায় ফিরতে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছিল কিউইদের। 

নাহলে কী আর কিউই কোচ এমন হুমকি দিতে পারেন। বাংলাদেশের আগুনের জবাব আগুন দিয়েই দিতে চেয়েছিলেন নিউ জিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল। কিন্তু সেটি আর হলো কই। আগুনের জবাব দিতে গিয়ে নিজেরাই জ্বলে ভস্মিভূত হয়ে গেছে।

সফরকারী অধিনায়ক টম ল্যাথাম তাই বললেন, বাজে পারফরম্যান্স করেছেন। দায়টা নিজেদেরই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে টাইগারদের প্রশংসা করে কিউই অধিনায়ক বললেন, ‘আমরা গড়পড়তার পারফর্ম করেছি। ১০০-১১০ রানের দিকে তাকিয়ে ছিলাম আমরা। কিন্তু বাংলাদেশের ব্যাটিংকে কৃতিত্ব দিতেই হয়। শুরুতে কয়েকটি উইকেট হারানোর পরও তারা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে। মাহমুদউল্লাহ যেভাবে শেষ করলেন, তা প্রশংসার যোগ্য।’

দল ৬ উইকেটে হারলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ল্যাথাম, ‘ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিতে পারায় আমি সন্তুষ্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর এনে দিতে ইয়াং ভালো ইনিংস খেলেছিল। আমরা দ্রুত কয়েকটি উইকেট হারায়, ম্যাচ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছিল।’

সিরিজ হার নিশ্চিত হলেও শেষ ম্যাচ জিতে ব্যবধান কমাতে চান ল্যাথাম, এই তরুণ দলটি আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলেনি এবং আমাদের অনেকেই এখানে খেলেনি। শেষ ম্যাচটা জিতে জয় দিয়েই সিরিজ শেষ করতে চাই।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!