• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপের দল ঘোষণা কখন, জানাল বিসিবি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২১, ১০:১৩ পিএম
বিশ্বকাপের দল ঘোষণা কখন, জানাল বিসিবি

ঢাকা: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। তবে বিসিবির পক্ষ থেকে জানা গেছে, কখন ঘোষণা করা হবে বিশ্বকাপ দল। আগামীকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শের-ই-বাংলার মিডিয়া সেন্টারে দলটি ঘোষণা করা হবে। ১০ সেপ্টেম্বরের মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণার জন্য ডেডলাইন দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার একদিন আগে দল ঘোষণা করবে বোর্ড। 

দেশের মাঠে চলমান নিউ জিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকেই বাছাই করা হবে বিশ্বকাপ দল। ওমান ও আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ।

গত ১৭ আগস্ট সকালে এক বিবৃতি দিয়ে এই সূচি প্রকাশ করেছিল আইসিসি। দুই রাউন্ডে চারটি গ্রুপে ভাগ হয়ে সংক্ষিপ্ত সংস্করণের জমজমাট এই আসরে লড়বে দলগুলো। রাউন্ড ওয়ান (বাছাই পর্ব) ও সুপার টুয়েলভে মোট গ্রুপ চারটি। সুপার টুয়েলভে সরাসরি ৮টি দল খেলবে। আর রাউন্ড ওয়ানের গ্রুপ এ ও গ্রুপ বি থেকে চারটি দল সুপার টুয়েলভে যুক্ত হবে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!