• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে সিরিজ বাতিল নিয়ে উইলিয়ামসনের প্রতিক্রিয়া


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২১, ০৪:৪৯ পিএম
অবশেষে সিরিজ বাতিল নিয়ে উইলিয়ামসনের প্রতিক্রিয়া

ঢাকা: নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের বিষয়টি নিয়ে আলোচনা যেন থামছেই না। পাকিস্তানের সাবেক ও বর্তমানরা এ নিয়ে বেশ সরব। এছাড়া অন্যান্য দেশের ক্রিকেটারকেও পাশে পাচ্ছে পাকিস্তান। 

কেন সফর বাতিল করেছে এ বিষয়ে সুনির্দিষ্ট হুমকির কোনো ব্যাখ্যা না দিলেও বিস্তারিত জানিয়েছে কিউই বোর্ড। এদিকে বিষয়টি নিয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। অবশেষে তিনিও মুখ খুলেছেন। তবে তার কণ্ঠেও ছিল পাকিস্তানের প্রতি সমবেদনা। 

উইলিয়ামসনের মতে, কিউইদের সফল বাতিলের ঘটনা ‘সত্যিই লজ্জার’। পাকিস্তানে খেলার সুযোগ নষ্ট হওয়ায় স্কোয়াডের প্রত্যেকে হতাশ মনে করেন তিনি, ‘কী ঘটেছে আমি বিস্তারিত জানি না।

এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে, হ্যাঁ অবশ্যই এটা লজ্জার। ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা সেখানকার মানুষের। আমি মনে করি সিরিজ না হওয়া খুব হতাশা। কিন্তু আমি বিস্তারিত কিছুই জানি না, যেহেতু আইপিএল খেলতে দুবাই আছি। দুই একদিনের মধ্যে আমি আরও কিছু জানতে পারব।’

তবে নিউজিল্যান্ডের সফর বাতিল পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অব্যাহত থাকার ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে বিশ্বাস উইলিয়ামসনের, ‘আমি একদমই মনে করি না। সব দেশেই আপনি খেলতে চাইবেন। এটা আন্তর্জাতিক একটি ম্যাচ এবং সারা বিশ্বে এটার প্রতি সবার ভালোবাসা রয়েছে, বিশেষ করে পাকিস্তানে। 

সেখানে সিরিজ ফিরে যেতে দেখা ছিল সত্যিই রোমাঞ্চকর এবং আমি জানি আমাদের দলও উন্মুখ ছিল। তবে খেলোয়াড়দের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ এবং যখন সরকারের কাছ থেকে আপনি কোনো বার্তা শুনবেন, তখন অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি খুবই আশাবাদী যে সেখানে এর প্রভাব পড়বে না কারণ এটা ক্রিকেটের জন্য বিশেষ জায়গা। ক্রিকেট পাকিস্তানে ফিরতে এবং সেখানে নিরাপদে খেলার মতো পরিবেশ তৈরিতে অগ্রগতি হয়েছে। বেশ কয়েকবার আমরা সেটা দেখেছি, আশা করি সেখানে আরও অনেক ক্রিকেট খেলা হবে।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!