• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুপার ১২’এ থাকতে হলে বাংলাদেশকে আজ জিততেই হবে


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০২১, ১১:৪৬ এএম
সুপার ১২’এ থাকতে হলে বাংলাদেশকে আজ জিততেই হবে

ঢাকা : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচে হারার পর মঙ্গলবার অত্যন্ত গুরত্বপূর্ণ ম্যাচে ওমানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে মাসকটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচটি হবার কথা ছিলো সুপার টুয়েলভ নিশ্চিতের, কিন্তু এখন বাংলাদেশের পিঠ দেয়ালে। মূলপর্বে খেলতে হলে পরের দুই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। কারণ নিজেদের প্রথম ম্যাচে গতকাল স্কটল্যান্ডের কাছে হেরে গেছে টিম বাংলাদেশ।

প্রথম ম্যাচে ১৪১ রানের মাঝারি টার্গেটে খেলতে নেমে রান তুলতে না পারায় ব্যাটসম্যানদের সমালোচনা করেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিতও দেন টাইগার অধিনায়ক।

স্কটল্যান্ডের কাছে হারায় বাংলাদেশের সুপার ১২তে যাওয়ার পথটা আরও কঠিন হয়ে গেলো। সুপার ১২তে থাকতে হলে বাংলাদেশকে এখন ওমানের বিরুদ্ধে জিততেই হবে। যদি ওমানের বিরুদ্ধে টাইগাররা পরাজিত হয় এবং স্কটল্যান্ড পাপুয়া নিউগিনিকে পরাজিত করে তাহলে প্রথম রাউন্ড থেকে বাংলাদেশ বাদ পড়বে।

এছাড়া বাংলাদেশ যদি ওমান ও পাপুয়া নিউগিনিকে হারায় এবং ওমান ও স্কটল্যান্ডও যদি পাপুয়া নিউগিনিকে হারায় সেক্ষেত্রে রান রেটের ওপর ভিত্তি করে তাদের পরাজিত করতে হবে টাইগারদের।

মূল বিশ্বকাপে উঠার আগে টানা তিন ম্যাচ হারে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি অফিসিয়াল ম্যাচের পর এবার বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হার।

অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে ওমান। নিজেদের কন্ডিশনে খেলার কারণে ঘরের সুবিধা নিয়েছে তারা। তবে সুপার টুয়েলভে খেলা নিয়ে চিন্তায় পড়লেও, কোনও প্রকার ছাড় দিতে রাজি নন মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরুপ নয়। এখন পর্যন্ত ১১৪ ম্যাচে ৪১টি জিতেছে তারা। ৭১ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে। এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৬ টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল :  মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!