• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হবু শ্বশুরের কথা রাখলেন না হবু জামাই


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৩, ২০২১, ০৮:৩৩ পিএম
হবু শ্বশুরের কথা রাখলেন না হবু জামাই

ঢাকা: চলতি বছরের প্রথম দিকে খবর চাউর হয় শিগগিরই পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় কন্যা আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি।

দুজনের তাই হবু শশুর-হবু জামাই সম্পর্ক। আর তাই তো এই মুহূর্তে হবু জামাইয়ের বেশি বেশি খবর রাখছেন আফ্রিদি। 

এই যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দেখে হবু জামাইকে প্রশংসায়ও ভাসিয়েছেন। আবার যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে বোলিং করে দলের হারে ভূমিকা রাখেন তখন হবু শ্বশুরের সমালোচনার মুখেও পড়েছেন।

এদিকে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার অধিনায়ক হলেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের সপ্তম আসরে লাহোর কালান্দার্স খেলবে তার নেতৃত্বে। মেয়ের হবু জামাইয়ের অধিনায়কত্ব পাওয়ায় খুশি হলেও এত তাড়াতাড়ি এই ভূমিকায় তাকে চাননি তিনি।

আরো কয়েক বছরের জন্য শাহীন আফ্রিদিকে অধিনায়কত্ব না নেওয়ার উপদেশ দিয়েছিলেন আফ্রিদি। কিন্তু তার হবু মেয়ে জামাই তা কানে নেননি। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে আলাপচারিতায় এ কথা জানান আফ্রিদি।

সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘আমি শাহীনকে অধিনায়কত্ব গ্রহণ করার আগে এক বা দুই বছর অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলাম যাতে করে সে তার বোলিংয়ে আরো বেশি মনোযোগী হতে পারে। কিন্তু সেও একজন আফ্রিদি, আমার কথাই শুনল না।’এখন শাহীন তাকে ভুল প্রমাণ করবেন এটাই প্রত্যাশা আফ্রিদির, ‘এটা বললেও আমি খুশি যে সে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং আমি আশা করি সে আমাকে ভুল প্রমাণ করবে।’

আফ্রিদির নিয়োগে লাহোরের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে সোহেলের দুই বছরের অধ্যায়ের সমাপ্তি টানা হলো। পঞ্চম আসরে তার নেতৃত্বে একমাত্র ফাইনাল খেলে দলটি।

উল্লেখ্য, ২১ বছর বয়সী পেসার তৃতীয় আসর থেকে লাহোরের হয়ে দারুণ পারফর্ম করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। ফ্র্যাঞ্চাইজিটির শীর্ষ উইকেটশিকারি আফ্রিদি। ৩৭ ম্যাচ খেলে ২১.২০ গড় ও ৭.৬৫ স্ট্রাইক রেটে ৫০ উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!