• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নুরুল-লিটনের পর এবার চোটে পড়লেন মোস্তাফিজ


ক্রীড়া ডেস্ক আগস্ট ৬, ২০২২, ০৯:০৪ পিএম
নুরুল-লিটনের পর এবার চোটে পড়লেন মোস্তাফিজ

ফাইল ফটো

জিম্বাবুয়ে সিরিজে একের পর এক বেড়েই চলছে চোট পাওয়া ক্রিকেটারের সংখ্যা। এবার চোটে আক্রান্ত হয়েছেন দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। 

শনিবার দলীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজ অ্যাঙ্কেলের চোটে পড়েছেন। তবে চোট কতটা গুরুতর, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

এর আগে হারারেতে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চোটে পড়েন ওপেনার লিটন দাস। তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এ সফর থেকেই ছিটকে গেছেন। ম্যাচ চলাকালেই লিটনকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। তারও আগে আঙুলের চোট নিয়ে দেশে ফিরেছেন নুরুল হাসান। 

এছাড়া চোট আছে অভিজ্ঞ উইকেট কিপার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলামের। ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন মুশফিক এবং নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান শরীফুল। তবে মুশফিককে আগামীকালের ম্যাচে পাওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট আশাবাদী। 

সোনালীনিউজ/কেএম

Wordbridge School
Link copied!