• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এশিয়া কাপ : দুবাই যাচ্ছেন তরুণ লেগস্পিনার


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০২২, ০৪:৩৬ পিএম
এশিয়া কাপ : দুবাই যাচ্ছেন তরুণ লেগস্পিনার

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে দুবাই যাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এরই মধ্যে এশিয়া কাপের পূর্ণ প্রস্তুতি নিয়েই সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছে বাংলাদেশ দল। কিন্তু ‘পরীক্ষার আগের রাতের পড়া’ বলেও তো একটা কথা আছে! টাইগারদের শিবিরে যে একজন লেগস্পিনারও নেই।

তাই দুবাইয়ে উড়িয়ে নেওয়া হচ্ছে তরুণ লেগি রিশাদ হোসেনকে। তবে ২০ বছর বয়সী এই স্পিনার অবশ্য বাংলাদেশের মূল স্কোয়াডে অন্তর্ভূক্ত হচ্ছেন না। তাকে নেওয়া হচ্ছে নেট বোলার হিসেবে। 

বুধবার (২৪ আগস্ট) জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। 

আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান-সব দলেই লেগস্পিনার আছে। বাংলাদেশের প্রথম ম্যাচ যাদের সঙ্গে, সেই আফগান শিবিরে তো আছেন বিশ্বসেরা লেগস্পিনার রশিদ খান। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাও এখন বিশ্বের অন্যতম সেরা।

সে সব কথা মাথায় রেখেই রিশাদকে পাঠানো হচ্ছে সাকিব-মুশফিকদের নেট প্র্যাকটিসের জন্য। এ তথ্য নিশ্চিত করে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমাদের নেটে বোলিং করার জন্যই রিশাদকে নেওয়া হচ্ছে। দুবাইতে জাতীয় দলের নেটে বোলিং করার জন্য সে অর্থে বোলার পাওয়া যাবে না। এটা জানার পর আমরা রিশাদকে নেট বোলার হিসেবে পাঠাচ্ছি। সে মূল স্কোয়াডে অন্তর্ভূক্ত হবে না, শুধু নেট বোলার হিসেবে প্রস্তুতিতে সাহায্য করবে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!