• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই কোহলির বিশ্বরেকর্ড


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৮, ২০২২, ০১:২৫ পিএম
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই কোহলির বিশ্বরেকর্ড

ফাইল ছবি

ঢাকা : দীর্ঘসময় ফর্মহীনতায় প্রায় এক মাস বিশ্রামে ছিলেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘসময় ধরে রানখরায় ভুগছেন ব্যাটিং সেনসেশন। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অংশ নেননি। 

তবে ভক্ত-অনুরাগীদের আশা বিরতি থেকে ফিরে এশিয়া কাপেই রানে ফিরবেন কোহলি। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেই হাসবে তার ব্যাট।

এরইমধ্যে জানা গেছে, ব্যাট না হাসলেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই বিশ্বরেকর্ড গড়বেন কোহলি। যা নেই আর কোনো ভারতীয় ক্রিকেটারের।

পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই ম্যাচসংখ্যার সেঞ্চুরি করবেন কোহলি। কোহলি তার ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন আজ।  

এছাড়া ক্রিকেট ইতিহাসে গড়বেন অনন্য এক নজির। বিশ্বে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ১০০ ম্যাচ খেলার নজির গড়বেন কোহলি। যে নজির নেই কোনো ভারতীয়র। কোহলির আগে শুধুমাত্র রয়েছে নিউজিল্যান্ডের রস টেলরের।

২০২০ সালে নিউজিল্যান্ডের রস টেলর প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন। এবার দ্বিতীয় তারকা হিসেবে কোহলি সেই মাইলফলক ছুঁতে চলেছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!