• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথমার্ধ শেষে গোলের দেখা পেল না ক্রোয়েশিয়া-মরোক্কো


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৩, ২০২২, ০৫:০০ পিএম
প্রথমার্ধ শেষে গোলের দেখা পেল না ক্রোয়েশিয়া-মরোক্কো

ঢাকা:  গোল হয়নি ক্রোয়েশিয়া ও মরক্কো ম্যাচের প্রথমার্ধে। বুধবার কাতার বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে দুই দলের লড়াই ছিল প্রায় সমান সমান।

প্রথমার্ধের ৪৫ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ ছিল। কিন্তু ক্রোয়েশিয়ার খেলোয়াড়ের নেওয়া শট রুখে দেন মরোক্কোর গোলরক্ষক। এরপর যোগ করা সময়ে আরও একটি সুযোগ পেয়েছিলেন লুকা মদ্রিচ। কিন্তু ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া শট গোলবারের সামান্য উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ২১ মিনিটে দ্বিতীয় কর্নার পায় তারা। এই কর্নার থেকেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি ক্রোয়াটরা। ম্যাচের ১৭ মিনিটে একটি সুযোগ পেয়েছিলেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিক। কিন্তু তার নেওয়া বাম পায়ের শট বক্সের উপর দিয়ে চলে যায়।

ম্যাচের পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় ক্রোয়েশিয়া। যদিও কর্নার থেকে তারা কোনো গোল আদায় করে নিতে পারেনি। বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও মরোক্কো।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!