• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৩, ০১:২৬ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

ঢাকা : ওয়ানডে বিশ্বকাপে আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই তিনটি ম্যাচকে বিশ্বকাপের ‘প্রস্তুতি’ ম্যাচ হিসেবে দেখছেন টাইগাররা।

তবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে থাকছে বৃষ্টির চোখ রাঙানি। গত দুদিন ধরেই মিরপুরের আকাশে রোদ-মেঘের খেলা; থেমে থেমে হচ্ছে বৃষ্টিও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। আশ্বিনের বেরসিক এই বৃষ্টির কারণে টাইগাররা ঠিকমতো অনুশীলন সেশন করতে পারেননি। একপ্রকার প্রস্তুতি ছাড়াই নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন লাল-সবুজরা।

তবে জয়কে পাখির চোখ করেই মাঠে নামার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস, ‘আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি, আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে...।’

আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টি হবে মিরপুরে, যা চলতে পারে বিকাল পর্যন্ত। এ সময় একনাগারে অথবা থেমে থেমে বৃষ্টিপাত হবে। বাতাসের গতিবেগ থাকবে ৪৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ শতাংশ। এমনকি আছে বজ্রপাতের সম্ভাবনাও।

ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে প্রবলভাবে, তাই ম্যাচ ঘণ্টা দুয়েক বা তারও বেশি সময় পিছিয়ে যেতে পারে। বেশি সময় খরচ হলে খেলা হতে পারে কার্টেল ওভারে। আইসিসির নিয়মানুযায়ী, ওয়ানডে ম্যাচে অন্তত ৪০ ওভার খেলা বাধ্যতামূলক, সে ক্ষেত্রে প্রতি দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে নিজ নিজ ইনিংসে। এর পর আশ্রয় নেওয়া যাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। তিনটি ম্যাচেরই ভেন্যু 'হোম অব ক্রিকেট'খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশের সামনে থাকছে র্যাংকিংয়ে ছয়ে ওঠার সুযোগও। এ জন্য তিনটি ম্যাচই জিততে হবে। ক্রিকেটপ্রেমীরা অবশ্য আজকের ম্যাচটি নিয়েই ভাবছেন। বৃষ্টিতে যেন ম্যাচটি ভেস্তে না যায়, এমনটাই তাদের চাওয়া।

এমটিআই

Wordbridge School
Link copied!