• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০১:৪১ পিএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় বিকেল দুইটায় ম্যাচটি শুরু হবে।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে যায়। ফলে পিছিয়ে পড়া টাইগারদের সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই।

এ ম্যাচে বাংলাদেশ দলে অধিনায়ক হিসেবে অভিষেক হলো নামজুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস বিশ্রামে রয়েছেন।

বাংলাদেশ একাদশে প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম দলে ফিরেছেন। নাজমুল তো অধিনায়কত্বই করছেন। অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের। লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান নেই আজকের দলে।

অন্যদিকে সফরকারীদের দলে দুটি পরিবর্তন। চ্যাড বস ও কাইল জেমিসনের জায়গায় খেলছেন ডিন ফক্সক্রফট ও অ্যাডাম মিলনে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

এমএস

Wordbridge School
Link copied!