• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করল আইসিসি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০২৩, ০৯:২০ পিএম
শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করল আইসিসি

ঢাকা: শ্রীলঙ্কা ক্রিকেটে বড় দুঃসংবাদ। ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল দেশটি।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

গতকালই বিশ্বকাপে শেষ ম্যাচটি খেলেছে শ্রীলঙ্কা। এ মুহূর্তে পয়েন্ট তালিকার নয়ে আছে তারা।

এআর

Wordbridge School
Link copied!