• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাকিব-ম্যাথিউজ কোন পক্ষে অশ্বিন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১১, ২০২৩, ০৪:০৬ পিএম
সাকিব-ম্যাথিউজ কোন পক্ষে অশ্বিন

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এই ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এই আউট নিয়ে বিতর্ক এখনো চলমান। পক্ষে-বিপক্ষে নানা জনের নানা মত।

এবার এই আউট নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তবে এ সময় কারো পক্ষের হয়ে কথা বলেননি তিনি। দুই পক্ষের হয়ে দিয়েছেন যুক্তি।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই বিষয়ে মতামত দিয়ে বলেন, ‘একটা পক্ষ নিয়মের কথা বলছে আর অন্য পক্ষ ক্রিকেটীয় চেতনার কথা বলছে। যখন ম্যাথিউজ ব্যাট করতে আসে, তার হেলমেট ঠিক ছিল না, সে সেটা পরিবর্তন করতে চেয়েছিল। অন্য একটা ভিডিও দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষেই সাকিব মাঠে তার গার্ড নিয়ে আসতে ভুলে গিয়েছিল, তাকে সেটা নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছিল। দুই দেশের মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি হয়েছিল।’

এই আউট নিয়ে কে সঠিক, এই প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘সাকিব আর ম্যাথিউজ দুজনই সঠিক। একজন নিয়ম জানত, আরেকজন চেয়েছে যেহেতু এটা হেলমেটের সমস্যা, তাই এটাকে হিসাবের বাইরে রাখা যায় কি না। যে আউট হয়েছে, ঘটনার প্রভাবটা তার ওপরই পড়েছে।’

এআর

Wordbridge School
Link copied!