• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সমালোচকদের হুমকি দিলেন নান্নু


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩, ২০২৩, ০৬:৪৪ পিএম
সমালোচকদের হুমকি দিলেন নান্নু

ঢাকা: দল খারাপ করলে দায় টিম ম্যানেজমেন্টের ওপরও পড়বে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ভারত বিশ্বকাপে ভরা-ডুবির দায়ে তাই টিম ম্যানেজমেন্টকে কাঠ গড়ায় তুলেছেন অনেকেই। 

তবে সম্প্রতি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে ঘিরে বেশ কিছু সংবাদ প্রচার করা হয়েছে। যেখানে দলের এমন বাজে পারফরম্যান্সের দায় নান্নুর ঘাড়ে চাপিয়ে, তার কাজ ও বেতন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নান্নুর দাবি, এটা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য করা হয়েছে।

গণমাধ্যমে নান্নু বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক রকম কথা হয়। কিছুদিন আগে আমাকে ব্যক্তিগতভাবে (আক্রমণ করে বলা হয়) ৫ লক্ষ টাকা বেতন পাই। ১০ বছর চাকরি করার পরে ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকার পরে বোর্ডে গিয়ে দেখে আসেন কত টাকা বেতন পাই। লজ্জা থাকা উচিত যে সমস্ত লোক এসব নিউজ করেছেন।'

এক টিভি শোতে সাবেক ক্রিকেটার তানভির মাজহার তান্নাও নান্নুর কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাকেও জবাব দিয়েছেন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, যারা তাকে নিয়ে এসব কথা বলে তাদের বাংলাদেশ ক্রিকেটে কোনো অবদান নেই। বরং ক্রিকেটের ক্ষতি করছে।

নান্নু বলেন, 'সাবেক ক্রিকেটার (তানভির মাজহার) তান্না সাহেবও দেখি এটার সাথে মুখ খুলেছেন। তার কী অবদান আছে দেশের ক্রিকেটের জন্য? সে গিয়ে চট্টগ্রামে গিয়ে আমাদের বাপদাদার সম্পত্তি দেখে আসুক। আমি কীভাবে চলি না চলি, পরিবার কীভাবে চলে। এসব কথা বলার তো কোনো রাইট নেই। যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে এদের শাস্তি হওয়া উচিত। সরকারের কাছে আমি অবশ্যই আবেদন জানাই। এ ধরনের অবাস্তব নিউজগুলি নিয়ে যারা কাজ করছে। তারা দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে।'

'বোর্ডের সবার সাথে আলোচনা হয়েছে। সব মিলিয়ে আমি বলব যারা এ ধরনের ট্রল করছে না জেনে না বুঝে এভাবে মিথ্যা কথা নিয়ে আগানোটা ঠিক না। আপনি যদি সত্যটা জানেন তাহলে আগান। সত্য নিয়ে চলুন। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন।'

এআর

Wordbridge School
Link copied!