• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে কারণে টেস্টে ফেরার দরজা বন্ধই রাখলেন কোহলি


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১, ২০২৫, ০৪:০২ পিএম
যে কারণে টেস্টে ফেরার দরজা বন্ধই রাখলেন কোহলি

ফাইল ছবি

টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার মধ্যে বিরাট কোহলির অবসান ভাঙার গুঞ্জন জোরালো হচ্ছিল। তবে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরির পর নিজ মুখেই সব জল্পনার ইতি টানলেন তিনি। জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ এখন একটাই-ওয়ানডে ফরম্যাট।

রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তবে ম্যাচের সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোহলির ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। সাবলীল ব্যাটিং, ধারাবাহিক স্ট্রোক এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা দেখে আবারও প্রশ্ন উঠেছিল-তাকে কি টেস্ট দলে ফিরতে বলা হবে? কিন্তু কোহলি নিজেই সেই পথ বন্ধ করে দিলেন।

ম্যাচশেষে টেস্টে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, এবং এটিই সব সময় থাকবে। আমি এখন শুধু একটি ফরম্যাটই খেলছি। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান আরও বলেন, ৩০০-এর মতো আন্তর্জাতিক ম্যাচ খেললে আপনি বুঝতে পারবেন কখন রিফ্লেক্স কাজ করছে, শরীর কতটা সাড়া দিচ্ছে। যত দিন শরীর-মন একসঙ্গে সাড়া দেবে, তত দিন খেলবে ব্যাট।

ভারতের সাম্প্রতিক টেস্ট ব্যর্থতার মধ্যে কোহলি-রোহিতকে ফেরানোর গুজব ছড়িয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০-২ হারের আগে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। এরপরই শোনা যাচ্ছিল, বোর্ড নাকি দুজনকে ফেরাতে চায়। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এমন কোনো আলোচনা হয়নি। রোহিত ও কোহলি দুজনই ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন।

২০২৭ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডেতে রোহিত-কোহলিই এখনো প্রধান ভরসা। টেস্ট ও টি–টোয়েন্টি ছাড়লেও তাদের অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বাড়ছিল টেস্টে ফেরানোর জল্পনা। কিন্তু রাঁচির সেঞ্চুরি ও নিজের পরিষ্কার বক্তব্যে কোহলি জানিয়ে দিলেন-টেস্টে ফেরার প্রশ্নই নেই, সিদ্ধান্ত চূড়ান্ত।

এসএইচ 

Wordbridge School
Link copied!