• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নারীদের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সাদারল্যান্ড


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০১:২৬ পিএম
নারীদের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সাদারল্যান্ড

ঢাকা : নারীদের টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড করলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থ টেস্টের দ্বিতীয় দিনে ২১০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন এই অজি অলরাউন্ডার। ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে ২৪৮টি বল খেলেন তিনি।

পার্থ টেস্টে অস্ট্রেলিয়া ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। নারীদের টেস্টে এটিই সর্বোচ্চ স্কোর। এর আগে ১৯৯৮ সালে গিল্ডফোর্ডে ৫৬৯ রানে ইনিংস ঘোষণা করেছিলো অজিরা। ২২ বছর বয়সী সাদারল্যান্ড ২৫৬ বলে খেলেছেন ২১০ রানের ইনিংস।

এর পাশাপাশি, ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজের পর সবচেয়ে কম বয়সে টেস্টে দ্বিশতরানেরও রেকর্ড করেন সাদারল্যান্ড। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ বছর ২৫৪ দিন বয়সে দ্বিশতরান করেছিলেন মিতালি। সাদারল্যান্ড দ্বিশতরান করলেন ২২ বছর ১২৬ দিন বয়সে।

এমটিআই

Wordbridge School
Link copied!