• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রুদ্ধশ্বাস লড়াইয়ে কিউইদের হারালো অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৪:২০ পিএম
রুদ্ধশ্বাস লড়াইয়ে কিউইদের হারালো অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন এই সময়ে দুইশ’র অধিক রান করেও নিরাপদ নয় কোনো দল। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে সেই কথারই আবার প্রমাণ দিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা শেষ ওভারের রোমাঞ্চে দারুণ এক জয় পেয়েছে।

শেষ বলে ৪ এবং চূড়ান্ত ওভারটিতে তাদের প্রয়োজন ছিল ১৫ রানের। যার হিসাব হাতে-কলমে মিলিয়ে কিউইদের দেওয়া ২১৬ রানের লক্ষ্য অজিরা ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে।

কেবল শেষ ওভারই নয়, আগের ওভারেই অজিদের পথটা কিছুটা সহজ করে তোলেন স্ট্রাইকে থাকা টিম ডেভিড। অধিনায়ক মিচেল মার্শকে তিনি শেষদিকে দারুণ সঙ্গ দিয়েছেন। অ্যাডাম মিলনের করা ১৯তম ওভারে দুই ছয় ও এক চারে ১৯ রান আদায় করে নেন ডেভিড।

শেষ ওভারের সর্বশেষ তিন ডেলিভারিতেও একটি করে চার-ছক্কায় চূড়ান্ত হিসাবও তিনিই মিলিয়েছেন। তবে অজিদের জয়ের মূল নায়ক অধিনায়ক মার্শ। বল হাতে ১ উইকেট শিকারের পর ৪৪ বলে তিনি করেন ৭২ রান।

ওয়াইএ

Wordbridge School
Link copied!