• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

আফগানিস্তানকে অল্পতেই আটকে দিল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুন ২৫, ২০২৪, ০৮:১২ এএম
আফগানিস্তানকে অল্পতেই আটকে দিল বাংলাদেশ

ঢাকা: তাসকিন আহমেদ-রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানদের অল্পতেই আটকে দিয়েছে বাংলাদেশ। রানের গতি বাড়াতে গিয়ে মাঝের ওভারগুলোতে চেষ্টা করে আফগানিস্তান। তাতে কাজ হয়নি।

পুরো ২০ ওভার ব্যাটিং করেও ১১৫ রানের বেশি করতে পারেনি আফগানরা।

মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।

১৯তম ওভারে মোস্তাফিজ দেন ১ রান। শেষ ওভারে রশিদ খান দুটি ছক্কা মেরেছেন তানজিম হাসানকে। মাঝে সতীর্থ করিম জানাতের দিকে ব্যাটও ছুড়ে মারতে দেখা গেছে রশিদকে। ডাবলস নিতে চেয়েছিলেন, তাতে সাড়া দেননি করিম। কেন রশিদের ক্ষোভ, সেটি হয়ত শেষ বলে বুঝালেন।

আফগানিস্তান ২০ ওভারে তুলেছে ৫ উইকেটে ১১৫ রান। শেষ ওভারেই এসেছে ১৫ রান। এরপরই আম্পায়াররা ডেকে পাঠিয়েছেন কাভার। সেন্ট ভিনসেন্টে বৃষ্টি নেমেছে।

৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রিশাদ হোসেন।

এআর

Wordbridge School
Link copied!