• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তাসকিনের ঘুম থেকে না ওঠা নিয়ে যা বললেন সাকিব


ক্রীড়া ডেস্ক জুলাই ২, ২০২৪, ০৮:০২ পিএম
তাসকিনের ঘুম থেকে না ওঠা নিয়ে যা বললেন সাকিব

ঢাকা: মেজর লিগ ক্রিকেট খেলতে বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বিতর্কের রেশ যেন এখনো কিছুটা রয়ে গেছে।

অ্যান্টিগায় সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদের এক ঘটনায়।

সংবাদমাধ্যমের খবর, সেদিন ঘুম থেকে উঠতে দেরি করেছিলেন তাসকিন। যে কারণে দলের সঙ্গে মাঠে যেতে পারেননি। আর এ জন্যই নাকি ভারত ম্যাচের একাদশে তাকে রাখা হয়নি। যদিও সেদিন ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় দলের সঙ্গে দেখা গেছে তাসকিনকে।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আজ বিমানবন্দরে সাকিবের কাছে জানতে চাইলে তিনিও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে সাকিব বলেন, ‘ক্রিকেটে একটা নিয়ম আছে যে দলের বাস কারও জন্য অপেক্ষা করে না। যদি কেউ কখনো বাস মিস করে, তারা পরে গাড়ি নিয়ে মাঠে আসে। 

ওয়েস্ট ইন্ডিজে ট্রান্সপোর্টের সাপোর্টটা অনেক কঠিন ছিল। যখন তাসকিন পৌঁছেছিল (মাঠে), টস হওয়ার ৫-১০ মিনিট আগে। স্বাভাবিকভাবে কঠিন ছিল ওই সময় তাকে দলে নেওয়া। তাসকিন পরে এর জন্য দলের সবার কাছে ক্ষমা চেয়েছে। দলের সবাইও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। অনিচ্ছাকৃত ভুল সবারই হতে পারে। সে-ও এটা স্বীকার করেছে। তারপর ওখানেই এটা শেষ হয়ে গেছে।’

সংবাদমাধ্যমের খবর, দল হোটেল ছাড়ার সময় বারবার ফোন করেও তাসকিনকে পাওয়া যায়নি। তিনি তখন ঘুমাচ্ছিলেন। এ ক্ষেত্রে তাকে রুম থেকে ডেকে আনা যেত কি না, এমন এক প্রশ্নে সাকিবের উত্তর, ‘ক্রিকেটে এ রকম রীতি নেই যে কাউকে ঘর থেকে ডেকে আনবে। দল কখনোই কারও জন্য অপেক্ষা করে না। বয়সভিত্তিক ক্রিকেটে এমনও হয়েছে যে খেলোয়াড় দৌড়াচ্ছে, বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে। দলের বাস কখনো থামে না। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।’

এআর

Wordbridge School
Link copied!