• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচ জিততে চান শান্ত


স্পোর্টস ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:৩৮ পিএম
ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচ জিততে চান শান্ত

ঢাকা: ভারত সফরের মাসখানেক আগে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন স্বাভাবিকভাবে দলের আত্মবিশ্বাস তুঙ্গে।  

টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল ভারতের বিপক্ষে সিরিজের আগেও তাই বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে জোরেশোরে। প্রতিপক্ষ সমর্থক, অধিনায়ক, সাবেক ক্রিকেটারদের সমীহ পাচ্ছে তারা। এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য কী? চেন্নাইতে বুধবার (১৮ সেপ্টেম্বর) এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।  

তিনি বলেন, ‘লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচ জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

পাকিস্তান সফরের আগে তাদের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। ভারতের বিপক্ষেও বাস্তবতা একই। আগের সিরিজের পুনরাবৃত্তিই কি করতে চাইবেন শান্তরা? অধিনায়ক বলছেন, অতীত নিয়ে ভাবছেন না তারা।  

তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’

‘সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ (ভারত), এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।’

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইয়ে। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে। দু’টি টেস্টই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিসিআই এবং স্থানীয় প্রশাসন এক যোগে কাজ করছে। এরপর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

আইএ

Wordbridge School
Link copied!