ঢাকা: ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ইতোমধ্যে বাংলাদেশের সিরিজ হাতছাড়া হয়েছে।
তৃতীয় টি-টোয়েন্টিতে অবস্থা আরো খারাপ। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষ ম্যাচে টাইগারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করছে ভারত। যে বোলারই সামনে আসছে, চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবরা।
এর মধ্যে রিশাদ হোসেনের জন্য এসেছে দুঃস্বপ্নের রাত। ইনিংসের দশম ওভারে তার প্রথম বলটি ডট হয়েছিল। এরপর টানা পাঁচ ছক্কা হাঁকান সঞ্জু স্যামসন।
রিশাদকে তুলোধুনো করার পর ৪০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন স্যামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে এটি তার প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত স্যামসনের ইনিংস থামে ৪৭ বলে ১১১ রান করে। ভারতের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ২০৬ রান।
হায়দরাবাদে মাহমুদউল্লাহর বিদায়ী টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। অফস্পিনার শেখ মেহেদিকে দিয়ে বোলিং উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত। মেহেদি প্রথম ওভারে দেন ৭ রান।
তবে পরের ওভারে উদারহস্তে রান বিলিয়েছেন তাসকিন আহমেদ। তাকে টানা চারটি বাউন্ডারি হাঁকান সঞ্জু স্যামসন।
তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব এসে তুলে নেন অভিষেক শর্মাকে। পুল করতে গিয়ে মিডউইকেটে শেখ মেহেদির দারুণ ক্যাচ হন ভারতীয় ওপেনার (৪ বলে ৪)।
কিন্তু এরপর সঞ্জু স্যামসন আর সূর্যকুমার যাদব চালিয়ে খেলতে থাকেন। ২২ বলে ফিফটি করেন স্যামসন। পাওয়ার প্লের ৬ ওভারেই ভারত তোলে ১ উইকেটে ৮২ রান। এরপর সূর্যকুমার ফিফটি করেন ২৩ বলে।
এআর







































