• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শুরু হয়েছে বিপিএল ড্রাফট, সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৪, ২০২৪, ১২:৩১ পিএম
শুরু হয়েছে বিপিএল ড্রাফট, সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা

ঢাকা : বিপিএল ২০২৫ আসর শুরু হবে চলতি বছরের শেষ দিকে। সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে নেবে ড্রাফট থেকে। এরই মধ্যে ঢাকার সোনারগা হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে উপস্থিত আছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিক তিনি।

অবশ্য ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে আগে থেকে থাকা দলগুলো (চারটি দল) সরাসরি নিতে পেরেছে ১ জনকে। কারণ তাদের রিটেইন করার সুযোগ আছে।

এবার নতুন মালিকানায় যাওয়া (৩ দল) ফ্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে দলে নিতে পেরেছে সর্বোচ্চ দুজন।

এক নজরে দেখে নেওয়া যাক সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা :

চিটাগং কিংস - সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম

ঢাকা ক্যাপিটালস - মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান

ফরচুন বরিশাল - তাওহীদ হৃদয়

সিলেট স্ট্রাইকার্স - জাকের আলী

খুলনা টাইগার্স - মেহেদী হাসান মিরাজ

রংপুর রাইডার্স - মোহাম্মদ সাইফউদ্দিন

দুর্বার রাজশাহী - এনামুল হক

এমটিআই

Wordbridge School
Link copied!