ঢাকা: কুঁচকির চোটে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও। তার বিকল্প হিসেবে আজ শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেছে বিসিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর বিকল্প হবেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু।’
নাজমুলের বিকল্প হিসেবে যে শাহাদাত হোসেনেই ডাক পাচ্ছেন, সেই সম্ভাবনার কথা জানা গিয়েছিল আগেই। চলতি জাতীয় লিগে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের হয়ে ৪ ম্যাচে ৬ ইনিংসে ২৬.৩৩ গড়ে এক সেঞ্চুরিসহ ১৫৮ রান করেছেন। বাংলাদেশের হয়ে এরই মধ্যে ৪টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ২২ বছর বয়সী এ ব্যাটসম্যান। গত বছর অক্টোবরে হাংজুতে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে অভিষেক শাহাদাতের। টেস্টে ৪ ম্যাচে এ পর্যন্ত ৮ ইনিংসে ১৪.৭৫ গড়ে ১১৮ রান করেছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান নাজমুল। এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার বিসিবি জানায়, সিরিজের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না, খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। ২২ নভেম্বর অ্যান্টিগায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে। কিংস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর।
এআর