• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুব এশিয়ান কাপ হকি

চীনকে হারিয়ে আসর শেষ করল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৪, ০৭:৪৬ পিএম
চীনকে হারিয়ে আসর শেষ করল বাংলাদেশ

ঢাকা: যুব এশিয়ান কাপ হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত সেরা পাঁচে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা। থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে আগের ম্যাচেই সেটি নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।

যেকোনো পর্যায়ের হকিতে এবারই প্রথম কোনো বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ। এরপর ওমানের মাসকটে শেষটাও রাঙালো মওদুদুর রহমান শুভর শিষ্যরা।

বুধবার (৪ ডিসেম্বর) পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ১০ দলের মধ্যে পঞ্চম হয়েই স্বপ্নের টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে শক্তিশালী পাকিস্তানের কাছে হার মানে ৬-০ গোলের বড় ব্যবধানে।

তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটা ২-২ গোলে ড্র করার পর চীনের সঙ্গে ১-১ গোলে ড্র। গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার থাইল্যান্ডকে উড়িয়ে পরের দিন তথা আজ চীনের বিপক্ষেও এসেছে জয়।  

৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ১ হার বাংলাদেশের। দারুণ এক প্রতিযোগিতা শেষ করে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দেশে ফিরছে বাংলাদেশ দল। এরপর দুপুর ১টায় রাজধানীর ফ্যালকন হলে পুরো দলকে সংবর্ধনা দেবে হকি ফেডারেশন।

আইএ

Wordbridge School
Link copied!