• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২৪, ১০:৪৪ এএম
গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

ঢাকা : ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সৌম্য সরকার। নিয়মিত তুলছেন ঝড়। তার ব্যাটে ভর করেই এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়ে গেল রংপুর রাইডার্স।

শনিবার (৭ ডিসেম্বর) ভিক্টোরিয়াকে তরা ৫৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে। রংপুরের ৩ উইকেটে ১৭৮ রানের স্কোর গড়ায় বড় অবদান সৌম্যর। ৫৪ বলে ৭ চার ৫ ছক্কায় খেলেছেন অপরাজিত ৮৬ রানের ইনিংস। ম্যাচ এবং টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে সৌম্যর হাতেই।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। সৌম্য-টেলরের উদ্বোধনী জুটিতেই আসে ১২৪ রান। বিধ্বংসী সৌম্যর পাশাপাশি ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করেন স্টিভেন টেলর। পরের ব্যাটাররা অবশ্য সেভাবে রান করতে পারেননি। সাইফ হোসেন (৪), ওয়েন ম্যাডসন (১০) এবং অধিনায়ক নুরুল হাসান সোহান ২* রান করেন। ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর রাইডার্স।

রান তাড়ায় নেমে ১৮.১ ওভারে মাত্র ১২২ রানে অল-আউট হয় ভিক্টোরিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জো ক্লার্ক। আরেক ওপেনার বাল্ক ম্যাকডোনাল্ডের ১৫ বলে ১৬ রান দ্বিতীয় সর্বোচ্চ! ছয় ব্যাটার দুই অংকেই যেতে পারেননি। রংপুরের হয়ে হারমিত সিং নিয়েছেন ১৯ রানে ৩ উইকেট। এছাড়া শেখ মাহেদি, রিশাদ হোসেন আর সাইফ হাসান নিয়েছেন ২টি করে উইকেট।

এমটিআই

Wordbridge School
Link copied!