• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের চোখ এবার বিশ্বকাপে


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১০, ২০২৪, ০২:৩৮ পিএম
এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের চোখ এবার বিশ্বকাপে

ঢাকা : ২০২০ সালের ঘটনা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সেই বিশ্বকাপ জয়ের পর আর শিরোপা ছোঁয়া হয়নি বাংলাদেশের। মাঝে দুইবার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েও বিশ্বকাপে কাজে আসেনি। ফের একবার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। দুবাইতে ভারতের বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনাল জিতে শিরোপা জিতে নিয়েছে লাল-সবুজের দল।

ট্রফি জিতে সোমবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঢাকায় পা রেখেই পরবর্তী লক্ষ্যের কথা জানালেন যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ট্রফি পাশে রেখে সেখানে অধিনায়ক তামিম জানালেন পরবর্তী সপ্নের কথা।

বিমানবন্দরে পা রেখে আজিজুল বললেন, সামনে আমাদের বিশ্বকাপ আছে। সেখানেও ভালো কিছু করার ইচ্ছে আছে। আমাদের সেভাবেই পরিকল্পনা করা আছে। সামগ্রিকভাবে সবকিছু ভালো আছে। বিশ্বকাপ একটা বড় মঞ্চ। আমরা চেষ্টা করবো অবশ্যই।

এশিয়া কাপ জিতেছি, এটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে। পাকিস্তান এবং ভারতের মতো দলকে যদি হারান আত্মবিশ্বাস আরেকটু বেড়ে যায়। সামনে এই আত্মবিশ্বাসটাই ধরে রাখার চেষ্টা করবো। সামনে যে এশিয়া সিরিজ এবং বিশ্বকাপ আছে সেখানে এই আত্মবিশ্বাস কাজে আসবে।’

এরপর দেশকে এশিয়া কাপের ট্রফি উৎসর্গ করেন অধিনায়ক। বলেন, ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’

‘ওভারঅল সবকিছু ভালো ছিল। ভারতের বিপক্ষে ফাইনালে আমরা ভালো করেছি। দলের যারা ছিল প্রত্যেকে ভালো করেছে। এজন্য আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। প্রস্তুতি ম্যাচে আমরা ভারতকে হারিয়েছিলাম। ওইটার আত্মবিশ্বাস তো ছিল। আমরা ভালো ক্রিকেট খেলেছি।’—যোগ করেন আজিজুল হাকিম।

এমটিআই

Wordbridge School
Link copied!