• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চ্যাম্পিয়নস ট্রফিতে নেই স্টোকস, ফিরলেন রুট


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:০৮ পিএম
চ্যাম্পিয়নস ট্রফিতে নেই স্টোকস, ফিরলেন রুট

ঢাকা: প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। চোটের কারণে ১৫ সদস্যের সেই দলে জায়গা হয়নি বেন স্টোকসের।

তবে এক বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরলেন জো রুট। চ্যাম্পিয়নস ট্রফির আগে জানুয়ারিতে ভারতের মাটিতে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য একই স্কোয়াড ঘোষণা করেছে তারা।  

ভারত সফর দিয়েই সাদা বলের কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু সেখানে স্টোকসকে ছাড়াই যেতে হচ্ছে তাকে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকস। কবে মাঠে ফিরবেন, সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু বলা হয়নি।

গত ওয়ানডে বিশ্বকাপে ছন্দহীন পারফরম্যান্সের পর রঙিন পোশাকে আর দেখা যায়নি রুটকে। সেই আসরে মাত্র ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেন তিনি। তবে এ বছর টেস্টে দুর্দান্ত সময় কাটিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ৬ সেঞ্চুরি ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান এসেছে তার ব্যাট থেকে। 

তাতে র‍্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার হিসেবেই বছর শেষ করতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। রুট ফিরলেও ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের।

ভারতে গিয়ে শুরুতে অবশ্য টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী ২২ জানুয়ারি শুরু হবে তা। পরে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৬ ফেব্রুয়ারি থেকে। এদিকে, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির।

ওয়ানডে স্কোয়াড: 
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

টি-টোয়েন্টি স্কোয়াড: 
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

এআর

Wordbridge School
Link copied!