• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে থিসারা পেরেরা


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৯, ২০২৪, ০৩:১২ পিএম
ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে থিসারা পেরেরা

ঢাকা: বিপিএলের ১১তম আসর শুরু হচ্ছে আগামীকাল। সোমবার (৩০ ডিসেম্বর) আসরের শুরুর দিন রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।

দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের নতুন মালিক ঢালিউড মেগাস্টার শাকিব খান। দলে দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে বড় নাম উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। 

শোনা যাচ্ছিল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই টি-টোয়েন্টির সিরিজে ধবলধোলাই করা টিমের কাপ্তানের হাতেই উঠতে যাচ্ছে ক্যাপিটালসের নেতৃত্ব। 

তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট।

রোববার (২৯ ডিসেম্বর) অনুশীলনের আগে সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জানায় অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরারের কাছে অধিনায়কত্বের ক্যাপ তুলে দিয়েছেন। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন।

দল গোছানো হয়েছে আগেই। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলার মাঠে অনুশীলনও করছে ঢাকা দল। লিটন ছাড়াও দলটিতে রয়েছেন বাংলাদেশি একাধিক তারকা ক্রিকেটার।

ঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড

দেশি খেলোয়াড়:
মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশি খেলোয়াড় :
থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।

এআর

Wordbridge School
Link copied!