• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোহলি-রোহিতের ভাগ্য ‘নিজেদের’ হাতে: গম্ভীর


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৫, ২০২৫, ০৫:০০ পিএম
কোহলি-রোহিতের ভাগ্য ‘নিজেদের’ হাতে: গম্ভীর

ঢাকা: বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। 

সিরিজে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার, নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি। তাদের দুর্দশায় সমর্থন দিতে চান কোচ গৌতম গম্ভীর। দলে রোহিত-কোহলির ভাগ্য তাদের উপরই ছেড়ে দিচ্ছেন গম্ভীর।

সিরিজে তিন টেস্ট খেলা রোহিত ব্যাট ভালো করতে না পারায় শেষ ম্যাচে ‘বিশ্রাম’ নিয়েছিলেন। গত আট টেস্টে রোহিতের গড় ১০.৯৩ এবং মাত্র একটি ফিফটি করেছেন। দ্বিতীয় দিনে বলেছিলেন তিনি বিশ্রাম নিয়েছেন। টেস্ট থেকে অবসরে যাচ্ছেন না, এটাও জানিয়ে দিয়েছেন।

কোহলি সিরিজে ১০ ইনিংসের সাতবার ২০ বা তার কম রানে আউট হয়েছেন। পার্থে অপরাজিত সেঞ্চুরির পর বাকি সাত ইনিংসে আউটসাইড এজ হয়ে স্লিপ বা কিপারের হাতে বল দিয়েছেন। দুই তারকার সবকিছু নিয়েই বলেছেন কোচ গম্ভীর।

‘আমি খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটা তাদের উপর নির্ভর করে। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি যে, তাদের এখনও ভালো করার ইচ্ছা রয়েছে। এখনও তারা আগের মতোই, তারা কঠিন মানুষ। আশা করছি তারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। সবশেষে এটা বলতে পারি তারা যে পরিকল্পনাই করুক না কেন, ভারতীয় ক্রিকেটের ভালোর কথা চিন্তা করবেন।’

‘প্রথমত, প্রতিটি খেলোয়াড় জানে তাদের খেলা কেমন এবং কোথায় ভালো করতে চায়। এটাই যেকোনো খেলা বা পেশার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র খেলার ক্ষেত্রে নয়, কীভাবে এগিয়ে যাবে দলের সাথে এবং অবদান রাখতে পারছে কিনা। কারণ এটা আপনার বা আমার নয়, এটা দেশের দল।’

গম্ভীর নিজের কাজ নিয়ে বলেছেন, ‘তবে হ্যাঁ, আমার কাজ, আমার সবচেয়ে বড় দায়িত্ব হল ড্রেসিংরুমের সবার সাথে ন্যায্য আচরণ করা। শুধু দু-একজনের কাছে নয়। যদি শুধুমাত্র দুই বা তিনজনের কাছে ন্যায্য হই, তাহলে আমি কাজের প্রতি অসৎ। এটা এমন একজন খেলোয়াড় যার এখনও অভিষেক হয়নি, অথবা এমন একজন খেলোয়াড় যে ১০০টি টেস্ট ম্যাচ খেলুক না কেন, আমার কাজের ক্ষেত্রে আমার সহজ লক্ষ্য হল একেবারে ন্যায্য এবং সবার সাথে সমান হতে হবে।’

এআর

Wordbridge School
Link copied!