• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রানের পাহাড় সিলেটের, চাপে রংপুর


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৬, ২০২৫, ০৩:৪১ পিএম
রানের পাহাড় সিলেটের, চাপে রংপুর

ঢাকা: চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ১২১ রান করা সিলেট সেই রংপুর রাইডার্সের বিপক্ষেই ঘরের মাঠে তুলেছে ৪ উইকেটে ২০৫ রান। ফিফটি হাঁকিয়েছেন ওপেনার রনি তালুকদার ও তিনে নামা জাকির হাসান।

বিশাল রানের স্কোর দাঁড় করানোর পরের কৃতিত্ব জাকের আলী ও অ্যারন জোনসের। পঞ্চম উইকেটের জুটিতে ৯ বলে ৩৪ রান তুলেছেন তারা। টানা চতুর্থ জয় তুলে নিতে টেবিলটপার রংপুরকে করতে হবে ২০৬ রান। লক্ষ্য তাড়ায় বেশ চাপে রংপুর। তাদের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান।

প্রথম ম্যাচে রংপুরের কাছে হারের পর আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধ নেওয়ার ম্যাচ খেলতে নামে সিলেট। বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের শুরুটাও দারুণ হয়।

সিলেটের উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন দুই ওপেনার রনি ও জর্জ মুন্সে। ১২ বলে ১৮ রান করে মুন্সে সাজঘরে ফেরত গেলেও রনি হাঁকান ঝোড়ো ফিফটি। ৭ চার আর ৩ ছক্কায় তোলেন ৩২ বলে ৫৪ রান।

তৃতীয় উইকেটে পল স্টারলিংয়ের সঙ্গে কিছুটা ধীরগতির জুটি (৩১ বলে ৩৬) করেন জাকির। ১৬ বলে ১৬ রান করে আউট হন স্টারলিং। চতুর্থ উইকেটে জোনসকে নিয়ে রানের গতি বাড়ানোর সঙ্গে ফিফটিও তুলে নেন জাকির। ৩৮ বলে ৫০ রান (৪ ছক্কা) সাজঘরে ফেরত যান বাঁহাতি ব্যাটার।

এরপরই খেল দেখান জাকের আলী ও জোনস। ১৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন জোনস আর ৫ বলে ৩ ছক্কায় ২০ রান করেন জাকের। এতেই ২০০ পেরিয়ে যায় সিলেট।

রংপুরের হয়ে ৩১ রানে ২ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান ও আকিফ জাভেদ।

এআর

Wordbridge School
Link copied!