• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ম্যাচ হেরে মেজাজ হারালেন তামিম, তেড়ে গেলেন কার দিকে?


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৯, ২০২৫, ০৬:৫১ পিএম
ম্যাচ হেরে মেজাজ হারালেন তামিম, তেড়ে গেলেন কার দিকে?

ঢাকা: ফরচুন বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয়ের নায়ক অধিনায়ক নুরুল হাসান সোহান। নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারাতে দেখা গেছে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। 

জানা গেছে, ম্যাচ শেষে তামিমকে রংপুরের কেউ একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় তার দিকে তেড়েও যান বরিশালের অধিনায়ক। রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। 

তবে বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’

উত্তপ্ত সময়ে তামিমের পাশে ছিলেন রংপুরের অধিনায়ক সোহান। তার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’

এআর

Wordbridge School
Link copied!