• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খুলনাকে হারিয়ে রাজশাহীর দ্বিতীয় জয়  


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১০, ২০২৫, ০৬:০৭ পিএম
খুলনাকে হারিয়ে রাজশাহীর দ্বিতীয় জয়  

ঢাকা: বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে মেহেদী মিরাজের দল। 

পরে ওই রান তাড়ায় নেমে সব উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি খুলনা। চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল রাজশাহী। তিন ম্যাচ কেলে এটি প্রথম হার খুলনার।

শুরুতে ব্যাট করতে নেমে ৪৪ রানের উদ্বোধনী জুটি পায় দুর্বার রাজশাহী। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে নাসুম আহমেদের বল বোল্ড হয়ে যান ২০ বলে ২৭ রান করা মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিসান আলমও ২২ বলে ২৩ রানের বেশি করতে পারেননি।  

২৩ রানের ব্যবধানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলে রাজশাহী। ৮ বলে ৭ রান করে নাসুমের বলে এনামুল হক বিজয় ও ৫ বলে ৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে যান এসএম মেহরব। তবে রাজশাহীর পরের ব্যাটাররা দারুণ করেন।  

৬৭ রানের চার উইকেট হারানোর পর দলটির হাল ধরেন রায়ান বার্ল ও ইয়াসির আলি। ৫১ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তারা। ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করে আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে যান ইয়াসির।  

শেষ অবধি অপরাজিত থাকা বার্ল ৭ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৪৮ রান করেন। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করেন আকবর আলি। ৩ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাসুম আহমেদ।  

রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে খুলনা টাইগার্স। ইনিংসের পঞ্চম বলে ৬ রান করে আউট হন উইলিয়াম বসিস্তো, উইকেট পান জিসান আলম। ৭ বলে ১ রান করে তাসকিন আহমেদের শিকার হন মেহেদী হাসান মিরাজ।  

এরপর চাপ সামলে উঠার চেষ্টা করেন আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। তাদের ৪১ বলে ৩৩ রানের জুটি সোহাগ গাজী। ২৮ বলে ২৪ রান করে তার বলে ক্যাচ দেন নাইম শেখ। আফিফকেও ফেরেন একই বোলারের ক্যাচ দিয়ে। ৩০ বলে ৩৩ রান করে আউট হন আফিফ।  

এমন জুটির বাকি ব্যাটারদের সামনে চালিয়ে খেলা ছাড়া বিকল্প ছিল না। যদিও সেটিও লম্বা সময় ধরে করতে পারেননি কেউ। ৭ বলে ইমরুল কায়েস ১৭ ও ১৫ বলে নাসুম আহমেদ করেন ১৮ রান। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট পান রায়ান বার্ল ও সোহাগ গাজী।

এআর

Wordbridge School
Link copied!