• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জয় উদযাপন শেষে খালেদ শুনলেন মা নেই


স্পোর্টস ডেস্ক জানুয়ারি ১৭, ২০২৫, ১১:৪০ এএম
জয় উদযাপন শেষে খালেদ শুনলেন মা নেই

ঢাকা: চট্টগ্রামে বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় নিয়ে হোটেলে ফিরেন চিটাগং কিংসের খালেদ। জয়ের রেস তখনও টাটকা। কিন্তু হঠাৎ যেন মিলিয়ে গেল জয়ের সব আনন্দ। হৃদয় ভাঙার সংবাদ পেলেন খালেদ। জানলেন তার মা আর বেঁচে নেই। কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে হলো চিটাগং কিংসের এই পেসারকে। সঙ্গে তার দলকেও।

মাঠে জয় উদযাপন শেষে টিম হোটেলে ফিরেই খবরটি পান খালেদ। যা ভেঙে দেয় তার হৃদয়। যেই খবরটি নিশ্চিত করেছেন চিটাগং কিংসের ম্যানেজমেন্ট। পরে রাত দেড়টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে বাংলাদেশি পেসারের প্রতি সমবেদনা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘মা হারিয়ে শোকার্ত খালেদে প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’

বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সও শোকবার্তা দিয়েছে ফেসবুকে, ‘ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট স্ট্রাইকার্স পরিবার গভীর দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার আগে অবশ্য পারফর‌্যান্সে উজ্জল ছিলেন খালেদ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারাতে ব্যাট ও বল দুই বিভাগেই ছাপ রেখেছেন। ব্যাট হাতে ২ বলে ৭ রান করেছেন। আর পরে বোলিংয়ে চার ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। এদিন তার দল বিপিএলে টানা চতুর্থ জয় পেয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!