• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেলেন শরিফুল


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৩:৫৫ পিএম
টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেলেন শরিফুল

ঢাকা: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি শরিফুল ইসলামের। বাংলাদেশের এই বাঁহাতি পেসার এখন খেলছেন বিপিএলে।

এরমধ্যেই ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল নিজেই। 

তিনি জানিয়েছেন, তাকে দলে ভেড়াতে চায় টি-টোয়েন্টি ব্লাস্টের ফ্র্যাঞ্চাইজি এসেক্স। তবে সেটি এখনো প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। কারণ সেখানে খেলতে হলে বিসিবির অনাপত্তিপত্র লাগবে।

এসেক্সের কাছ থেকে প্রস্তাব পাওয়ার ব্যাপারে শরিফুল বলেন, ‘এমন প্রস্তাব এসেছে। ওরা এনওসির জন্য চিঠি পাঠাবে। সেটি হাতে পেলে বিসিবির কাছে আবেদন করব। এরপরই বিসিবি সিদ্ধান্ত নেবে, দেখা যাক কী হয়।’

আগামী ২৯ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্টের নতুন মৌসুমের খেলা, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে ১৬টি দলকে উত্তর-দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে। এসেক্স পড়েছে দক্ষিণ গ্রুপে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলতে ১৪টি করা ম্যাচ।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা না পাওয়া শরিফুল এবারের বিপিএলে খেলছেন চিটাগাং কিংসের হয়ে। এখন পর্যন্ত দলটির হয়ে ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি।

এআর

Wordbridge School
Link copied!