• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হয় সাবিনারা থাকবে নয় আমি-বাটলার


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:০৯ পিএম
হয় সাবিনারা থাকবে নয় আমি-বাটলার

ঢাকা : বুধবার (৫ ফেব্রুয়ারি) বাফুফে ভবনের সামনে দাঁড়িয়ে আরও একবার নিজের কঠোর অবস্থানের কথা সোজা সাপ্টা জানিয়ে দিলেন, ‘হয় ওরা (সাবিনাসহ ব্রিদোহীরা) থাকবে, নয়তো আমি। সমঝোতার কোন সুযোগ নেই। এটা আমি বিশেষ কমিটিকে (তদন্ত কমিটি) জানিয়ে দিয়েছি।’

‘কোচ বাটলার হটাও’ আন্দোলনে তদন্ত কমিটির কাছে আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেন নয় সিনিয়র ফুটবরার। মঙ্গলবার রাতে তদন্ত কমিটির সঙ্গে কথা বলেন ব্রিটি কোচ বাটলারও। কি কথা হলো তদন্ত কমিটির সঙ্গে? 

এমন প্রশ্নের উত্তরে কোচের কথা, ‘তারা (তদন্ত কমিটি) জানতে চেয়েছে, আমিও ব্যাখ্যা দিয়েছি। আমি বেশ স্পষ্টভাবে বলেছি যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ফ্যাক্টবিহীন কথা বলে আমি তাদের কোচিং করাব না। 

এ প্রসঙ্গে আমি কয়েকজনের নাম দিয়েছি। সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।’ 

কোচের বিরুদ্ধে ১৮ জন সিনিয়র ফুটবরার বিদ্রোহী করলেও মূলত সাতজনকেই বড় অপরাধী ভাবছেন পিটার। যদিও তিনি সংখ্যাটা বলেননি। সূত্রে জানা গেছে, এই সাতজনের বিরুদ্ধেই তার যত অভিযোগ। 

এরা হলেন- অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়র। 

ফুটবলারদের শৃংখলহীন উল্লেখ করে বাটলারের স্পষ্ট কথা, ‘বাংলাদেশ দুই বারের সাফ চ্যাম্পিয়ন। কয়জন নারী বিদেশে লিগ খেলে। বিদেশি লিগে নেই কারণ ডিসিপ্লিন। আমি ইংলিশ ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানি। যেটা চলছে এটা গ্রহণযোগ্য নয়।’ 

সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, মারিয়া মান্দা ও মাতসুশিমা সুমাইয়া বিদেশি লিগে খেলেছেন। কথা শুনে মনে হল এটা বাটলারের অজানা। বাফুফে ফুটবলারদের কোচের চিঠি নিয়ে একটি কমিটি করেছে। সেই কমিটি তদন্ত করছে। আজ সভাপতির কাছে প্রতিবেদন দাখিল করবে কমিটি। তার আগে কোচ গণমাধ্যমে এভাবে বলাও শৃঙ্খলা বহির্ভূত বলে অনেকে মনে করেন। কথা বলেই হনহন করে নিজের অপেক্ষমান গাড়ির দিকে চলে গেলেন কোচ পিটার।

এমটিআই

Wordbridge School
Link copied!