• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

বিপিএল ট্রফি নিয়ে রোববার বরিশালে যাবেন তামিমরা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:১৩ এএম
বিপিএল ট্রফি নিয়ে রোববার বরিশালে যাবেন তামিমরা

ঢাকা: 'মনু লঞ্চ রেডি, কাপ রেডি তো?' - ফাইনাল ম্যাচ দেখতে এমন প্ল্যাকার্ড নিয়ে মাঠে আসেন ফরচুন বরিশালের এক সমর্থক।

আরেক দর্শক তো কর্কশিট দিয়ে খেলনা লঞ্চই বানিয়ে নিয়ে আসেন। তাদের সবার আবদার ছিল একটাই, ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলে এবার ট্রফি নিয়ে যেতে হবে বরিশালে।

চিটাগং কিংসকে ফাইনালে হারিয়ে ভক্ত-সমর্থকদের মনের আকুতি পূরণ করার বার্তা দিলেন তামিম ইকবাল। অধিনায়ক জানিয়ে দিলেন, রোববার ট্রফি নিয়ে বরিশাল যাবেন তারা।

বিপিএলের গত আসরে প্রথমবার শিরোপা জেতে বরিশাল। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কিছু সময় পরই দলটির কর্ণধার মিজানুর রহমান ঘোষণা দেন, ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন তারা।

কিন্তু নানা কারণে সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। এবার ফাইনালের আগে তামিমের কাছে জানতে চাওয়া হয়, শিরোপা জিতলে লঞ্চে করে ট্রফি নিয়ে তারা বরিশালে যাবেন কি না।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগংকে হারানোর পর বরিশালবাসী আশা পূরণের বার্তা দিলেন তামিম।

"আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।"

এআর

Wordbridge School
Link copied!