• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনার হার, চ্যাম্পিয়ন ব্রাজিল


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:৫৩ পিএম
আর্জেন্টিনার হার, চ্যাম্পিয়ন ব্রাজিল

ঢাকা : শিরোপা জয়ের জন্য নিজেদের কাজটা ভালোভাবেই সেরেছিল ব্রাজিল। চিলিকে হারিয়েছে ৩-০ গোল ব্যবধানে। ফলে তাদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হতে হলে প্যারাগুয়ের বিপক্ষে চার গোল ব্যবধানের জয় দরকার ছিল আর্জেন্টিনার।

কিন্তু চার গোলের জয় তো পরের কথা, হার এড়াতেই পারেনি তারা। হেরেছে ৩-২ গোল ব্যবধানে। ফলে কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালপর্ব শেষে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেছে ব্রাজিল।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে সর্বোচ্চ ১৩ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সমান ম্যাচে তিন জয়, এক ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনার যুবারা।

কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরের ফাইনালপর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল চিলি। এই ম্যাচে চিলিকে পাত্তাই দেয়নি ব্রাজিলের যুবারা। প্রতিপক্ষের গোলবারে চালিয়েছে একের পর এক আক্রমণ। এরপরও কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পেতে লাগে ৭৯ মিনিট। দলকে প্রথম গোলের স্বাদ পাইয়ে দেন ডেভিড ওয়াশিংটন। এরপর ৮৬তম মিনিটে পেদ্রো ও ৮৮তম মিনিটে রিকার্ডো ম্যাথিয়াস গোল করেন। ম্যাচটি শেষ হয় ৩-০ গোল ব্যবধানে।

এদিকে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে ৩০তম মিনিটে গোল খেয়ে বসে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধ শুরুর দু’মিনিটের মাথায় দলটি হজম করে আরও এক গোল। তবে ৫২তম ও ৬৬তম মিনিটে ক্যারিজার একাই দুই গোল করলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। কিন্তু ৮২তম মিনিটে গোল করে আর্জেন্টিনার হার নিশ্চিত করেন প্যারাগুইয়ান তারকা ফুটবলার দিয়েগো লিওন।

এমটিআই

Wordbridge School
Link copied!