• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রস্তুতি ম্যাচ হারের পর শান্ত বললেন ‘ঝড় আসছে’


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৩:৩৬ পিএম
প্রস্তুতি ম্যাচ হারের পর শান্ত বললেন ‘ঝড় আসছে’

ঢাকা: চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। 

ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২০২ রানে অলআউট হয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই হার নিয়ে খুব বেশি ভাবছেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

প্রস্তুতি ম্যাচ হারলেও বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক। গত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। যেখানে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি গায়ে দেখা যায় তাকে। 

ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

শান্তর এমন বার্তার সঙ্গে সুর মিলিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে পোস্ট করেছে। যেখানে শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এআর

Wordbridge School
Link copied!