• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইয়ের রেকর্ড


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:১৬ পিএম
বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইয়ের রেকর্ড

ঢাকা : চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্ত বাহিনীর। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় মাঠে গড়াবে মহারণ। এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক বাংলাদেশ ও নিউজিল্যান্ড লড়াইয়ের রেকর্ড কী বলছে।

ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ৪৫ বারের দেখায় জয়ের পাল্লা ভারী নিউজিল্যান্ডের। কিউইদের ৩৩ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১১টি ম্যাচে। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

১৯৯৯ সালে বাংলাদেশের বিশ্বকাপযাত্রার পর থেকে ২০১১ সালের আসর ছাড়া সব আসরেই নিউজিল্যান্ডের সঙ্গে দেখা হয়েছে টাইগারদের। বিশ্বকাপে পাঁচবারের দেখায় সবগুলোতে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে চ্যাম্পিয়নস ট্রফির নয় আসরে এ পর্যন্ত দুই দলের দেখা হয়েছে দুবার।

এর মধ্যে প্রথমবার ২০০২ আসরে ১৬৭ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। স্টিফেন ফ্লেমিংয়ের দলের দেওয়া ২৪৪ রানের লক্ষ্যে নেমে খালেদ মাসুদরা কেবল ৭৭ রানে সবগুলো উইকেট হারান।

সর্বশেষ ২০১৭ আসরে অবশ্য কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে জয় পেয়েছিল মাশরাফী বিন মর্তুজার দল। কিউইদের ২৬৫ রানের জবাবে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে জয় নিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। যদিও ফাইনালে ওঠার মঞ্চে ভারতের সঙ্গে হেরে বিদায় নিয়েছিল টিম টাইগার্স। এবারের আসর শুরুর আগে থেকেই ছন্দে নেই বাংলাদেশ। সর্বশেষ পাঁচ ম্যাচের কোনোটিতে জয়ের দেখা পাননি মিরাজ-শন্তরা।

অন্যদিকে নিউজিল্যান্ড সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটিতে হেরেছে। এর মধ্যে এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে মিচেল স্যান্টনারের দল।

এমটিআই

Wordbridge School
Link copied!