• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্বিতীয় সেমিতে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড


ক্রীড়া ডেস্ক মার্চ ৫, ২০২৫, ০২:৪৪ পিএম
দ্বিতীয় সেমিতে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ঢাকা: প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে নাম লিখিয়েছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা।

গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গ্রুপপর্বে ৩ ম্যাচে ২ জয় এবং একটি হার নিয়ে সেমিফাইনালে এসেছে নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপে ৩ ম্যাচে ২টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা, একটি ম্যাচ হয় পরিত্যক্ত।

নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও'ররকি।

দক্ষিণ আফ্রিকা একাদশ
রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা, রসি ভ্যান ডার ডাসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

এআর

Wordbridge School
Link copied!