• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রীড়াঙ্গনের সার্চ কমিটির মেয়াদ বাড়ল


স্পোর্টস ডেস্ক এপ্রিল ২৬, ২০২৫, ০৯:৫৬ পিএম
ক্রীড়াঙ্গনের সার্চ কমিটির মেয়াদ বাড়ল

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ক্রীড়াঙ্গনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল। গত ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

তবে কমিটির আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি তাদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার আনুষ্ঠানিকভাবে কমিটির মেয়াদ ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাবিরুল ইসলাম খানের স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

৫২ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত ৩১টির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বাকি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছিল সার্চ কমিটি।

উল্লেখ্য, গত ২১ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে চিঠি দিয়ে ২০ এপ্রিলের মধ্যে বাকি সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটির প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। পালটা চিঠিতে সময় বাড়ানোর প্রস্তাব জানায় সার্চ কমিটি।

আইএ

Wordbridge School
Link copied!